২০২৫ সালের শুরুতেই…! DA নিয়ে বড় খবর! জোড়া ‘গুড নিউজ’ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা?

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই একাধিক রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তেমন কোনও ঘোষণা করা হয়নি। এবার শোনা যাচ্ছে, ২০২৫ সালের শুরুতেই সেই সুখবর পেতে পারেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। একটি নয়, বরং জোড়া সুখবর মিলতে পারে বলে খবর।

  • ডিএ (Dearness Allowance) বৃদ্ধির পাশাপাশি আর কোন সুখবর মিলতে পারে?

গত বছর ডিসেম্বর মাসে বাংলার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। ৪% হারে ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর হয়েছে। এরপর ফের এপ্রিল মাসে আরও ৪% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। এবার গত বছরের ট্রেন্ডের দিকে নজর রেখে অনেকের অনুমান, এবারও হয়তো বছর শেষের আগে ডিএ বৃদ্ধির সুখবর মিলতে পারে। যা কার্যকর হতে পারে ২০২৫ সালের শুরু থেকে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক ৩৯%। সেক্ষেত্রে সত্যি সত্যিই যদি গত বছরের মতো এই বছর ডিসেম্বর মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়, তাহলে সেই ফারাকটা খানিকটা হ্রাস পাবে।

আরও পড়ুনঃ ২৪ নভেম্বর অবধি…! শীত পড়লেও কাঁপুনি নেই! কনকনে ঠাণ্ডা কবে থেকে? জানাল আবহাওয়া অফিস

অন্যদিকে আবার নতুন বছরের শুরুতেই সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি রয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে রাজ্য সরকার (Government of West Bengal) স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করেছিল। সেই সময় থেকে এই মামলা চলছে। আগামী বছরের শুরুতেই এই মামলার শুনানি হওয়ার কথা। সেখান থেকেও ইতিবাচক খবরের অপেক্ষায় আছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা।

Dearness Allowance DA hike

সব মিলিয়ে, নতুন বছরের শুরুতেই বাংলার রাজ্য সরকারি কর্মীরা জোড়া ‘গুড নিউজ’ পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। একদিকে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সম্ভাবনা, অন্যদিকে বকেয়া ডিএ মামলার শুনানি। নয়া বছরে কী হয় সেদিকেই নজর থাকবে সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর