‘এবার পাকিস্তানের কারখানা বন্ধ করবেন নাকি’, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে যোগী সরকার

বাংলহান্ট ডেস্কঃ দিল্লীর পর এবার উত্তর প্রদেশ (uttar pradesh), দূষণের কালো মেঘে ঢাকল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যের আকাশ। আর এই দূষণের জন্য পাকিস্তানকেই (pakistan) দায়ী করল উত্তরপ্রদেশ সরকার। পাকিস্তানের দূষিত বায়ু রাজধানীর বাতাসকে খারাপ করছে বলেও দাবী করেছে যোগী সরকার।

শুক্রবার সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকার জানায়, এনসিআরের ক্রমবর্ধমান দূষণের পেছনে উত্তরপ্রদেশের শিল্পগুলির কোনও ভূমিকা নেই। এই দূষণ ছড়াচ্ছে পাকিস্তান। পড়শি দেশ পাকিস্তানের দূষিত বায়ুর কারণেই রাজধানীর বাতাস খারাপ হচ্ছে, এমনটা দাবি করেছে উত্তরপ্রদেশ সরকার।

2f846a0a 26d2 11ec 861b 89d0f4ae1a0f 1638518600621 1638518611631

যোগী সরকারের এমন দাবি শুনে, পাকিস্তানের কারখানা বন্ধ করতে চায় কিনা যোগী সরকার এমন প্রশ্ন রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে যোগী সরকারের দাবীর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা প্রশ্ন করেন, ‘তাহলে কি আপনি এখন পাকিস্তানের কারখানা নিষিদ্ধ করতে চাইছেন?’

অন্যদিকে দিল্লীতে ক্রমাগত বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে শুক্রবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লীর সকল স্কুল। কিন্তু দিল্লী সরকাররে নেওয়া এই সিদ্ধান্তকে পূর্বেই তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে আজও দিল্লী সরকারকে স্কুল বন্ধ রাখার নির্দেশ না দেওয়ার বিষয়টা খোলসা করে দেয় সুপ্রিম কোর্ট।

তবে সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশের বাতাস দূষিত হওয়ার জন্য পাকিস্তানকেই দায়ী করেছে যোগী সরকার। পাকিস্তানের দূষিত বায়ুই রাজধানীর বাতাসকে খারাপ করছে বলে, দাবীতে অনড় রয়েছে যোগী সরকার। তবে এবার শীর্ষ আদালতের প্রশ্নের জবাবে কি উত্তর দেয় যোগী সরকার, সেটাই দেখার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর