ইতিমধ্যেই এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিয়েছে আইসিসি। আর সেই সময়ে আইপিএল আয়োজন করতে মরিয়া বিসিসিআই। একপ্রকার ধরেই নেওয়া যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই সময়টিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল। তবে এই বছর কি আইপিএল খেলবেন নাকি আইপিএল খেলবেন না এই নিয়ে ধীরে চলো নীতি অবলম্বন করেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট।
এই মুহূর্তে ভারতবর্ষে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। সেই কারণে এই বছর আইপিএল হতে পারে বিদেশের মাটিতে। আইপিএল আয়োজনের ক্ষেত্রে এগিয়ে আছে আরব আমিরশাহি। যদিও বিসিসিআই এর তরফে এখনো সরকারি ভাবে কিছু বলা হয় নি। তবে আরব আমিরশাহিতেই আইপিএল হওয়ার সম্ভাবনা বেশি।
আইপিএলে যোগ দেওয়ার ব্যাপারে বোল্ট বলেছেন, আমি এই মুহূর্তে আইপিএল নিয়ে কিছু বলতে চাই না।আগে আমি এই ব্যাপারে সঠিক লোকের সঙ্গে আলোচনা করবো, তারপর আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাবো। তবে যাই সিদ্ধান্ত নেব সেটা আমার কেরিয়ার, আমার পরিবার ও আমার ভালোর কথা ভেবেই নেব।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’