ফেটে গেল বাংলাদেশের বেলুন! সাকিবরা রেকর্ড গড়লেও উইলিয়ামসনদের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় কিউয়িদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে যাওয়ার একটা আশা তৈরি করেছিল তারা। কিন্তু ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হেরে তাদের মনোবল অনেকটাই ধাক্কা খেয়েছিল দ্বিতীয় ম্যাচে। তৃতীয় ম্যাচে সচিন টেন্ডুলকার এবং বীরেন্দ্র সেওবাগের রেকর্ড ভাঙলেন তাদের দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) এবং সাকিব আল হাসানের জুটি। কিন্তু তা সত্ত্বেও কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ড্যারেল মিচেলের (Daryl Mitchell) দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ে গেলো বাংলাদেশের যাবতীয় প্রতিরোধ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল টাইগার্সরা। গত ম্যাচে তাদের ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার ওপেন লিটন দাস বোল্টের প্রথম বলেই ড্রেসিংরুমে ফেরেন। প্রভাব ফেলতে পারেননি নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তানজিদ তামিমরা। বোল্ট (২/৪৫) ছাড়াও অসাধারন বোলিং করেন ম্যাট হেনরি (২/৫৮) ও চোট সারিয়ে মাঠে ফেরা কিউয়ি গতিদানব লকি ফার্গুসন (৩/৪৯)।

এরপর বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সাকিব এবং মুশফিকুর। বাংলাদেশের হয়ে বহু যুদ্ধের যোদ্ধা ২ তারকা, নিজেদের মধ্যে ৯৬ রানের একটি পার্টনারশিপ গড়েন। মূলত তাদের ওই পার্টনারশিপ এবং পরে মাহমুদুল্লাহর ৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের সামনে ২৪৬ রানের টার্গেট রাখতে পেরেছিল বাংলাদেশ।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে আফ্রিদি কিছুই করতে পারবে না! কোহলিদের সামনে হলো বড় রহস্য ফাঁস;

কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে শুরুতে ফর্মে থাকা রাঁচিন রবীন্দ্রর উইকেট পেলেও বাংলাদেশ নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারেনি। ভারতের মাটিতে বহুবার ক্রিকেট খেলে যাওয়া অভিজ্ঞ ডেভন কনওয়ে ও উইলিয়ামসনের মধ্যে ৮০ রানের পার্টনারশিপ হয়। এরপর কনওয়ে (৪৫) সাকিবের শিকার হয়ে ফিরলেও উইলিয়ামসন, ড্যারেল মিচেলকে সঙ্গী করে এগোতে থাকেন। শেষপর্যন্ত বুড়ো আঙুলে চোট পেয়ে ৭৮ রানের ব্যক্তিগত স্কোরে মাঠ ছাড়তে বাধ্য হন কিউয়ি অধিনায়ক।

kane cb

আরও পড়ুন: শুভমান গিলকে নিয়ে বিস্ফোরক খবর শোনালেন রোহিত! শুনে ভুল বকছেন পাকিস্তান নেতা বাবর আজমও

তবে মিচেল শেষ অবধি ব্যাট করে ৮৯ রানে অপরাজিত থেকে ৪৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করে দেন। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড জয় পেয়েছিল ৯ উইকেটে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছিল ৯৯ রানের ব্যবধানে। আজ বাংলাদেশের বিরুদ্ধে তারা জয় পেল ৮ উইকেটে। সবকিছু মসৃণ গতিতে এগিয়ে চলেছে তাদের জন্য। তবে সুস্থ হয়ে মাঠে ফেরা উইলিয়ামসন আবার আজ নতুন চোট পাওয়ায় কিছুটা অস্বস্তিতে কিউয়ি শিবির।

Reetabrata Deb

সম্পর্কিত খবর