বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়ার (Weather) বিষয়ে বৃষ্টির পূর্ভাবাস দিলেও, কিন্তু সেভাবে এখনও বৃষ্টির দেখা মেলেনি। ফাল্গুন পেরিয়ে চৈত্র শুরু হয়ে গেছে। হালকা ঝোড়ো হাওয়া বইছে সর্বত্র। কিন্তু এরই মাঝে কিন্তু আবার বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
রবিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। কিন্তু সোমবার থেকেই আবার ঝলমলে রোদ উঠতে দেখা গেছে সারা আকাশ জুড়ে। তবে সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দফতর (Weather Office)। কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুতসহ (Thunderstorm) বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সমগ্র রাজ্য জুড়ে।
পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে (Kashmir) ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে। যার জেরে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লী সহ উত্তর- পশ্চিমের রাজ্য গুলিতে রয়েছে বৃষ্টির সম্ভবনা।
আবার আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।