সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর, ব্যাপক হারে দাম কমছে মদের, এমাসেই হবে কার্যকর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০২০ সালে দেশে মহামারী ছড়িয়ে পড়ার পর লকডাউন জারি করা হয়েছিল। সেই সময় বন্ধ ছিল মদের দোকানও (Wine Shop)। এরপর লকডাউন ধীরে ধীরে খুললে মদের দোকান খোলারও ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু করোনার কারণে আর্থিক ধাক্কা সামলাতে একলাফে প্রায় দ্বিগুণ করে দেওয়া হয় মদের দাম (Wine Price)।

আচমকাই অস্বাভাবিক ভাবে মদের (Wine) দাম বেড়ে যাওয়ায় বিক্রিও কমে যায়। বিভিন্ন রাজ্য রাজস্বের কথা মাথায় রেখে কিছু কিছু করে মদের দাম কমাতে থাকে। বাংলাতেও কমেছিল মদের দাম, তবে তা সামান্য। আর এবার সেই দামই ৩০ থেকে ৩৫ শতাংশ কমতে চলেছে বলে খবর।

এ মাসেরই ১৬ তারিখ থেকে বাংলায় ব্যাপক হারে মদের দাম কমতে চলেছে। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, যদি ৩০-৩৫ শতাং মদের দাম কমে যায়, তাহলে করোনার আগের দামেই ফের লাগু হবে। আর এই খবর প্রকাশ্যে আসতেই সুরাপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া বয়ে গিয়েছে। কারণ, এক বছরের বেশি হল তাঁদের দ্বিগুণ দাম দিয়েই মদ কিনতে হচ্ছে।

এটাও জানা গিয়েছে যে, বিভিন্ন মদের দোকানে যা স্টক রয়েছে, তা নতুন দামেই বিক্রি হবে। এরফলে সুরাপ্রেমীদের আর অসুবিধে হবে না। রাজ্য সরকারের তরফ থেকে কর ছাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। নভেম্বর মাসের ১৬ তারিখ থেকেই নতুন দামে মদ পেতে চলেছে রাজ্যবাসীরা

সম্পর্কিত খবর

X