IPL জেতা কি বিশ্বকাপ জয়ের চেয়েও শক্ত? বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Team India) গতকাল অজিদের বিরুদ্ধে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছিল অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে। চতুর্থ দিনে বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানের একটি ছোট্ট পার্টনারশিপের ওপর ভর করে অনেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু দুজনেই গতকাল নিজেদের উইকেট ছুঁড়ে ফেলে এসেছেন যার ফলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) জয়ের স্বপ্ন অধরা থেকে গেছে। নিজেদের শ্রেষ্ঠত্বের পাজল সম্পূর্ণ করার শেষ টুকরো হিসেবে বিশ্বের চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

এমন পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি টুর্নামেন্টগুলির সঙ্গে আইপিএলের তুলনা করে একটি এমন মন্তব্য করেছেন যা নিয়ে চলছে মারাত্মক রকমের জল্পনা। তার সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে রোহিত শর্মা আইপিএল জিততে পারলেও দুইবার সুযোগ পেয়েও দলকে বিশ্বকাপ জেতাতে পারলেন না। তাহলে কি আইপিএল জয়ের থেকে বিশ্বকাপ জয় অনেক কঠিন?

   

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে আরম্ভ হয়েছে বিতর্ক। সকলেই জানেন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এবং ধোনি পাঁচটি আইপিএল জিতেছেন। কিন্তু রোহিত শর্মা এখনো দেশকে সাফল্য এনে দিতে ব্যর্থ। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তিনি মনে করেন যে আইপিএল জেতা, বিশ্বকাপ ট্রফি জেতার চেয়েও অনেক কঠিন।

সৌরভ জানিয়েছেন, “আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। বিশ্বকাপে ৪-৫ ম্যাচে জয়ের পর সেমিফাইনাল এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা যায়। কিন্তু আইপিএলের সময় আপনাকে ১৪ টি ম্যাচ খেলতে হবে তারপরে প্লে-অফে ভালো পারফরম্যান্স করতে হবে। তবেই আপনি ট্রফি জিততে পারবেন।”

সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে একজন অধিনায়ক ও মেন্টর দুই হিসাবেই আইপিএল ট্রফি জিততে ব্যর্থ হয়েছেন। কিন্তু তার ঝুলিতে একটি আইসিসি ট্রফি রয়েছে। অনেকে আশঙ্কা করেছেন যে সেই কারণেই হয়তো এমন মন্তব্য করেছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর