একধাক্কায় কমল ৫ ডিগ্রি! বাংলায় আর কতদিন থাকবে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু এবার ভরা মাঘে দেখা যাচ্ছে উল্টো ছবি (South Bengal Weather)। দিনের বেলা রীতিমতো ঘাম ঝরছে মানুষের। সরস্বতী পুজোতেও তেমন ঠাণ্ডা ছিল না। এই আবহে শুক্রবার সকাল থেকেই ফের শীত অনুভূত হচ্ছে। একধাক্কায় ৫ ডিগ্রি নেমেছে শহরের তাপমাত্রা (Weather Update)। কতদিন বজায় থাকবে এই ঠাণ্ডা? এবার জানিয়ে দিল আবহাওয়া দফতর।

বাংলায় কতদিন থাকবে এই শীতের আমেজ (South Bengal Weather)?

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) শীত উধাও! এখনই অনেকের বাড়িতে ফ্যান চালাতে হচ্ছে। হাওয়া অফিস অবশ্য আগেই জানিয়েছিল, উইকেন্ডে আবহাওয়ার বড় পাল্টি দেখা যেতে পারে। শুক্রবার দেখা গেল, অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সেই পূর্বাভাস। একধাক্কায় ১৭ ডিগ্রিতে নেমেছে কলকাতার তাপমাত্রা। সেই সঙ্গেই বইছে উত্তুরে হাওয়া। ফলে বাংলা জুড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস অবধি পারদ পতন হয়েছে। শনিবার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সপ্তাহান্তে শীতের শিরশিরানি অনুভব করতে পারেন শীতবিলাসীরা। যদিও এই আমেজ দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েকদিনের মধ্যেই ফের বাড়বে তাপমাত্রা। আস্তে আস্তে বিদায় নেমে শীত।

আরও পড়ুনঃ ‘প্রয়োজন নেই…’! সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল তিলোত্তমার মা-বাবার ‘এই’ আর্জি

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৬ জেলা ও উত্তরবঙ্গের (North Bengal Weather) ৪ জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে স্রেফ সকালের দিকে কুয়াশা থাকবে। আগামীকাল পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Winter in North Bengal South Bengal weather Kolkata West Bengal weather update 7th February

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলার মতো উত্তরবঙ্গের ৪ জেলা কুয়াশার চাদরে মুড়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কমেছে। বাকি জেলাগুলিতে অল্প কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে পারদ পতন হলেও আগামী সপ্তাহ থেকে শীত বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বাংলায় শীত বিদায় পর্ব শুরু হয়ে যাবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর