বাংলা হান্ট ডেস্কঃ কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু এবারের মাঘে শুধু শীতের আমেজই উপভোগ করতে পেরেছে বঙ্গবাসী (South Bengal Weather)। সেভাবে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি। এখনও তেমন শীত (Winter) নেই বাংলায়। এই আবহে শীতবিলাসিদের বড় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে অল্প শীতের আমেজ উপভোগ করা যাবে বলে জানাল হাওয়া অফিস (Weather Update)।
আর কতদিন বাংলায় ঠাণ্ডা থাকবে (South Bengal Weather)?
এবারে তেমন একটানা জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি বাংলায়। কয়েকদিন তাপমাত্রা একটু কম থাকার পর ফের ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। এখনও শীতের আমেজে ভাটা! এমতাবস্থায় হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে নামতে পারে। এরপর ফের সোমবার থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে।
পরের সপ্তাহের শুরু থেকেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর ফের বাংলায় শীতের আমেজ ফিরবে কিনা, সেই বিষয়ে এখনও পরিষ্কার করে জানানো হয়নি (South Bengal Weather)। ফলে এবারের মতো শীতের ইনিংস এখানেই শেষ কিনা, এই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে।
আরও পড়ুনঃ চুক্তিভিত্তিক নয়, এবার থেকে স্থায়ী! বাংলার ‘এই’ শিক্ষকদের নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী বুধবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। বিক্ষিপ্তভাবে অল্প বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সেই সঙ্গেই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে অল্প তুষারপাতের ভীষণ সামান্য সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণের কয়েকটি জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
আগামীকাল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ এবং আগামীকাল জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহারে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালের জন্য উত্তর দিনাজপুরেও হলুদ সতর্কতা রয়েছে।