বাংলাহান্ট ডেস্ক : জাঁকিয়ে না হলেও ইতিমধ্যেই বঙ্গে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে ১৮ ডিগ্রির কাছাকাছি। কিছু জেলার একাধিক জায়গার তাপমাত্রাও নেমেছে পাল্লা দিয়ে। রাতের দিকে বেশ ভালই শীত অনুভূত হচ্ছে বঙ্গবাসীর।
শীতকাল মানেই শীতবস্ত্রের (Winter Dress) কেনাকাটা। তবে কলকাতার বিভিন্ন প্রান্তে এমনকিছু জায়গা রয়েছে যেখান থেকে সস্তায় কিনতে পারবেন শীতবস্ত্র (Winter Dress)। জ্যাকেট, সোয়েটার, চাদর, লেপ, কম্বলের বিশাল স্টক পেয়ে যাবেন কলকাতার (Kolkata) এই জায়গাগুলিতে।
আজকের প্রতিবেদনে রইল শীতবস্ত্রের (Winter Dress) সন্ধান।
ওয়েলিংটন স্কোয়ার: এখানকার পুরনো ভুটিয়া মার্কেট বিখ্যাত শীতবস্ত্রের জন্য। ভুটান, তিব্বত, নেপাল, হিমাচল থেকে আনা শীতবস্ত্র সস্তায় পেয়ে যাবেন ওয়েলিংটন স্কোয়ারে। এখানকার দোকানগুলোতে রয়েছে শাল, কোটের বিশাল সম্ভার।
নিউ মার্কেট: ধর্মতলার নিউ মার্কেট বিখ্যাত শপিং ডেস্টিনেশনগুলির অন্যতম। নিউ মার্কেটের ফুটপাথ ও ব্র্যান্ডেড দোকানগুলিতে পাওয়া যায় নানা ডিজাইনের শীতবস্ত্র। শীত পোশাকের বড় বাজার দেখতে পাবেন শ্রীরাম মার্কেটের সামনে এবং লিন্ডসে স্ট্রিটে।
হেদুয়া: নানান শীত পোশাকের পসরা নিয়ে দোকানিরা বসেন উত্তর কলকাতার হেদুয়া পার্কের সামনে বেথুন কলেজের উল্টোদিকে বিধান সরণির উপরে। বেশ কম দামে এখান থেকে কিনতে পারেন সোয়েটার, মাফলার বা টুপি।
আরোও পড়ুন : আজকের রাশিফল ২২ নভেম্বর, টাকার বৃষ্টিতে ভিজবে এই চার রাশি
গড়িয়াহাট: শপিং করতে ভালোবাসেন অথচ গড়িয়াহাট যাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শপিং প্রেমীদের কাছে গড়িয়াহাট যেন এক টুকরো স্বর্গ। গড়িয়াহাটের ফুটপাথে বিভিন্ন শীতবস্ত্রের পসার সাজিয়ে ইতিমধ্যেই বসে গেছেন দোকানিরা। যারা বিভিন্ন ডিজাইন ও রংবেরঙের শীতবস্ত্র কিনতে চান তারা চোখ বুঝে চলে যেতে পারেন গড়িয়াহাট। এছাড়াও গড়িয়াহাটে গড়ে উঠেছে বাজার কলকাতা, ট্রেন্ডজ-এর মতো বিভিন্ন শপিং সেন্টার। সেখানেও যেতে পারেন শীতবস্ত্রের সন্ধানে।
খান্না: উত্তর কলকাতার খান্নার মোড়ে প্রতি সপ্তাহে বসে বড় হাট। এখানকার হাট থেকে আপনারা সস্তায় কিনতে পারেন শীতবস্ত্র। এছাড়াও এই এলাকার আশেপাশে বেশ কিছু প্রসিদ্ধ জায়গা রয়েছে যেগুলি শীতবস্ত্রের জন্য বিখ্যাত।