বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর ‘উষ্ণ’ বড়দিনের সাক্ষী থেকেছে বাংলা (South Bengal Weather)। ক্রিসমাসের দিন রাজ্যে সেভাবে শীত অনুভূত হয়নি। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বছর শেষের আগে ফের ‘কামব্যাক’ করতে চলেছে ঠাণ্ডা। এবার সেই নিয়েই বড় পূর্বাভাস (Weather Update) দেওয়া হল।
বছর শেষে কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?
গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গে (South Bengal) তেমন হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভূত হয়নি। অনেকেই ‘আরামের ঘুমে’র জন্য চালিয়েছেন ফ্যান! তবে বছর শেষের আগে ফের শীত ফিরে আসার পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তুরে হাওয়ার প্রভাবে একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে বলে জানানো হয়েছে। নতুন বছরের শুরুতেও বজায় থাকবে একই আবহাওয়া।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলায় আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
আরও পড়ুনঃ বেকারদের জন্য বড় উদ্যোগ রাজ্যের! সরকারের এই প্রকল্প নিয়ে বিরাট ‘সুখবর’!
রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের আমেজ সেভাবে অনুভব করা যায়নি। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় ব্যাপক বদল না হলেও, মঙ্গলবার থেকে পারদপতন হতে শুরু করবে। বছরের শেষে তিলোত্তমার তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নামতে পারে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) বছরের শেষে শুষ্ক আবহাওয়াই থাকবে। শুধু দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দু-এক পশলা বর্ষণ অথবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার অবধি জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), বছর শেষের আগে রাজ্যে ফের ‘কামব্যাক’ করতে চলেছে শীত। বর্ষশেষ এবং নববর্ষের আবহে ভালোরকম শীতের আমেজ অনুভব করতে চলেছে রাজ্যবাসী। সকালের কুয়াশা এবং রাতের কমতে থাকা তাপমাত্রা, দুইয়ের প্রভাবে আরও বাড়বে শীতের প্রকোপ। ফলে বড়দিনটা ‘উষ্ণ’ হলেও, বর্ষশেষের আবহে ফের হিমেল পরশ ফিরে পেতে চলেছে রাজ্যবাসী।