বৃষ্টি হতেই কমবে তাপমাত্রা? ফের জাঁকিয়ে শীত পড়বে বাংলায়? একনজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বরের মতো জানুয়ারিতেও শীতের (Winter) ‘আসা যাওয়া’ লেগে রয়েছে। দু’দিন ঠাণ্ডা থাকলে, তিনদিনের দিন ফের বাড়ছে তাপমাত্রা! হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, মকর সংক্রান্তিতে রাজ্যে হাড়কাঁপানো ঠাণ্ডা থাকবে না (South Bengal Weather)। উল্টে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে আজ বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Update)।

ফের জাঁকিয়ে শীত পড়বে বাংলায় (South Bengal Weather)?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণাবর্তের জেরে দেশের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। আজ এবং আগামী শনিবার পুদুচেরি, তামিলনাড়ু ও কড়াইকালে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। কেরল এবং মাহেতেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। আজ এই প্রত্যেকটি জায়গার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আজ থেকে আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। প্রত্যেকটি জেলাই শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু! জড়িত আরজি করের আন্দোলনকারীরা? বোমা ফাটালেন কুণাল

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে শুরু করে আগামী সোমবার অবধি উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরের প্রত্যেকটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পাহাড়ে আপাতত তুষারপাতেরও কোনও সম্ভাবনা নেই।

South Bengal Weather

বৃষ্টি না হলেও, রাজ্যে আপাতত হাড়কাঁপানো ঠাণ্ডাও পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং এখন যেমন তাপমাত্রা একটু বেড়েছে, সেটাই আগামী কয়েকদিন বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সপ্তাহের শেষ অবধি উত্তরবঙ্গ অথবা দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলার তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), আগামী কয়েকদিন রাজ্য জুড়ে কোথাও তেমন শীতের দাপট অনুভূত হবে না। অবশ্য শুধু পশ্চিমবঙ্গই নয়, আগামী ৫ দিন গোটা দেশেই ঠাণ্ডা বাড়বে না বলে জানানো হয়েছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। কোথাও আবার তা বৃদ্ধি পাবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর