বাংলা হান্ট ডেস্কঃ ভরা ডিসেম্বরে অকাল বর্ষণ! গত শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা ভিজেছে। রবিবার সকাল থেকে আবার দেখা মিলেছে ঝলমলে রোদের। এবার আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝেঁপে বৃষ্টি নাকি ঝলমলে রোদ, বড়দিনের আবহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (Weather Update)?
আবহাওয়ার হাতেগরম আপডেট (South Bengal Weather)!
হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা এবং সংলগ্ন এলাকা আগামী কয়েকদিন শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, সম্প্রতি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। ফলে আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে খবর।
গত শনিবার অকাল বৃষ্টির জেরে ভালোরকম শীতের (Winter) দাপট অনুভূত হচ্ছিল। তবে গতকাল দেখা মিলেছে রোদ ঝলমলে আকাশের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ ‘বাংলা কি সৎ সন্তান?’ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব! নির্মলার সামনেই ঝাঁঝালো সওয়াল চন্দ্রিমার
এদিকে বৃষ্টি এবং হাওয়ার জন্য রাজ্যে শীতের আমেজটা বেশ ভালোভাবে অনুভূত হচ্ছিল। তবে সেটা খুবই ক্ষণস্থায়ী হতে চলেছে। জানা যাচ্ছে, রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বড়দিনের আবহে জাঁকিয়ে ঠাণ্ডা থাকবে না বলেই মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলি আগামী ২৮ ডিসেম্বর অবধি শুষ্কই থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরের তাপমাত্রাও মোটের ওপর একই থাকবে। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং নদিয়ায় ২৩ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এই জেলাগুলির আবহাওয়াও শুষ্কই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।