বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারির শুরু থেকেই বাংলায় শীতের আমেজ উধাও হয়ে গিয়েছিল (South Bengal Weather)। সরস্বতী পুজোতেও তাপমাত্রার পারদ খুব একটা নামেনি। উল্টে এখন থেকে অনেক বাড়িতে ফ্যান চালাতে হচ্ছে। এই আবহে ফের শীতের পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?
শুক্রবার সকাল থেকেই শহর কলকাতায় ঠাণ্ডা ভাব অনুভব হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারদ পতন হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে কমতে পারে বলে জানানো হয়েছে। ফলে ফের অনুভব হবে শীতের (Winter) আমেজ।
ফেব্রুয়ারির শুরু থেকেই শীত ভাব খানিকটা ফিকে হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে ঠাণ্ডা থাকলেও, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সেভাবে ঠাণ্ডা মালুম হচ্ছে না। সরস্বতী পুজোর সময়েও তেমন শীত অনুভূত হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রির ঘরে। তবে মাঘের বিদায়বেলায় ফের জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ জোর ধাক্কা! শুভেন্দুর গড়েই মুখ থুবড়ে পড়ল বিজেপি! জয়জয়কার তৃণমূলের
আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি করে কমতে পারে। এরপর ফের ১১ ফেব্রুয়ারি থেকে তা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ফের ১১ ফেব্রুয়ারি থেকে তা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি অবধি দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ প্রত্যেকটি জেলা শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেখানেও ১২ ফেব্রুয়ারি অবধি কোনও বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আজ শহরের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানিয়েছে হাওয়া অফিস। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আজ শহরের সর্বাধিক তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।