বাংলা হান্ট ডেস্ক : গোটা নভেম্বর মাস রীতিমতো পাখা চালিয়ে কাটাতে হলেও দক্ষিণ বঙ্গবাসীকে, এমনকি ডিসেম্বরের শুরুতেই ঠাণ্ডার উপলক্ষ মাত্র দেখা যায়নি। তাই তো সোয়েটার চাদর এসব যেন রীতিমতো বাইরে বেরোনোর জন্য প্রহর গুনছিল। তবে শীত আসবে? শীতপ্রেমীদের মনে এই প্রশ্ন তো ঘোরাফেরা করছিল তাঁর সঙ্গে পাল্লা দিয়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দেওয়া। তবে শীতপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার শহরে শীত প্রবেশ করল।
এক ধাক্কায় শহর কলকাতায় তাপমাত্রার পারদ নামল 2.5 ডিগ্রি সেলসিয়াস, যদিও গত সপ্তাহের শেষে এই সপ্তাহে আবহাওয়ার পারদ নামতে পারে বলে সম্ভাবনা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর আর সেই সব ভাবনাই কার্যত সত্যি হল।
তাই মঙ্গলবার মৌসুমের শীতলতম দিন বলে জানালেও আলিপুর হাওয়া অফিস।যদিও সোমবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস, এমনকি গত সপ্তাহেও সেভাবে পারদের হেরফের হয়নি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশে বাধা পেয়েছিল তবে মঙ্গলবার এক ধাক্কায় আড়াই ডিগ্রি পারদ নামল, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস।
তবে এই ঠান্ডার মেয়াদ আরও দু দিনের জন্য, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। তবে শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও একই চিত্র ধরা পড়েছে, ঠান্ডার আমেজ যে ছুটি উপভোগ করছেন আম জনতা তা বলাই যায়। তবে আরও একটি সুখবর রয়েছে কারণ চলতি সপ্তাহেই রাজ্যে আরও ঠান্ডা বাড়বে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে।