আগামী ২৪ ঘন্টায় ঝড়-বৃষ্টির তোলপাড়! দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা: ভয়ঙ্কর আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: একেই হাড় কাঁপানো ঠান্ডা, ওদিকে মেজাজ গরম করতে হাজির বৃষ্টি। সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় মেঘলা আকাশ। কলকাতা সহ জেলায়-জেলায় চলছে বৃষ্টি। সঙ্গে দামাল হাওয়ার দাপট৷ ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)৷

আবহাওয়া দপ্তর (Weather Office) সূত্রে খবর, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে চারটি সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation) বা ঘূর্ণাবর্ত রয়েছে৷ ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে হাইপ্রেশার জোন৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ বাড়তি পাওনা পশ্চিমি ঝঞ্ঝা। এর প্রভাবে ত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে তা ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে ক্রমশ্য অগ্রসর হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরেও।

আর কোথায় কোথায় বৃষ্টি? শুক্রেও বৃষ্টির ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে। ফলে রাতে কাঁপুনি কিছুটা কমবে। তবে দিনে রেহাই নেই। স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা।

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় মদের দোকান বন্ধ রাখার আর্জি হাইকোর্টে! শুনে প্রধান বিচারপতি বললেন…

weather winter7

আগামীকাল বেলার পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আগামী ২-৩ দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর