বাংলা হান্ট ডেস্ক: “স্বপ্ন দেখার যত উপায় কৌশল আমরা জানি না তাই নিয়ে সে লিখেছে উপর্যপরি একশত একখান বই” আসলে স্বপ্ন দেখতে গেলে ভ্রমণ স্বপ্ন চলে আসে। আর সেই ভ্রমণের ইতিহাস মানুষের জীবনের এক স্মৃতিপটে অভিযান কাহিনী। কিন্তু ভ্রমণ তো তখনই সম্ভব হয় যখন আপনার ট্রেন গাড়ি ঠিক সময়ে আপনাকে পৌঁছে দেয় গন্তব্যে। আর ওই ট্রেনে টিকিট মূল্য যদি হয় আপনার পকেটের সামঞ্জস্যের মধ্যে তবে তা হয় আরো আনন্দদায়ক।
এখন ভিম বা অন্য কোনও ইউপিআই ব্যবহার করে টিকিট কাটলে নন-এসি টিকিট কাটলে টিকিট পিছু দিতে হয় ১৫ টাকা। ফার্স্ট ক্লাস সহ অন্য এসি টিকিট কাটতে সেই খরচটা হয় ৩০ টাকা প্রতি টিকিট। প্রতি টিকিট মানে একটি পিএনআর-এ যতগুলি টিকিট কাটা হয়। আরে টিকিট এর মধ্যে আসতে চলেছে একাধিক রদবদল। একদিকে প্রতিবারের ট্রেনের ভাড়া বৃদ্ধির সাথে সাথে ট্রেনকে বেসরকারিকরণের দিকে যখন হাঁটছে মোদি সরকার। তখন বিরোধীদের রয়েছে একাধিক অভিযোগ এবং তাদের বিরুদ্ধে শান দিচ্ছে অস্ত্রে বারবার।
নতুন নিয়মে এই খরচটাই কমে যাবে। নন-এসি টিকিট কাটলে টিকিট পিছু দিতে হবে ১০ টাকা। ফার্স্ট ক্লাস সহ অন্য এসি টিকিট কাটতে সেই খরচটা হবে ২০ টাকা প্রতি টিকিট। আইআরটিসি সূত্রে খবর, খুব শীঘ্রই এই নতুন ব্যবস্থা চালু হবে। সত্যি যদি এই ব্যবস্থা হয় তবে অনেকটা মধ্যবিত্তের সঞ্চয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।