বাংলা হান্ট ডেস্ক: শীতের আগমনে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি (Rain)। হালকা শীতের আমেজ পড়তে না পড়তেও তা পন্ড করতে আসছে বৃষ্টি। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বাদ যাবেনা দক্ষিণবঙ্গও। সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতেও হানা দিতে পারে বৃষ্টি।
হাওয়া অফিসের পূর্বাভাস, ১, ২ ও ৩ নভেম্বর, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের (North Bengal) বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়।
আগামী দু-দিনে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। দিনের তুলনায় রাতের দিকের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েক দিন। সপ্তাহের শেষদিকে ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। চলতি সপ্তাহে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? দেখুন একনজরে।
আরও পড়ুন: আর দুদিন! তারপরই DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা? নয়া ঘোষণায় তোলপাড়
হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল বৃষ্টি না হলেও শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে।
তবে শীতের পথে কাঁটা হচ্ছে বৃষ্টি। আগামী কয়েকদিন শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।