বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর শুরু হলেও শীতের চেনা দাপট এখনও চোখে পড়েনি। হাড়কাঁপানো ঠাণ্ডা দূর, উল্টে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অনুভূত হচ্ছে গরম (South Bengal Weather)। কবে নামবে তাপমাত্রা? কমবেশি সকলের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। এই আবহে এবার বড় আপডেট দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই কেটে গিয়েছে। ফলে এবার পারদ পতনে আর কোনও সমস্যা নেই বলে মনে করছে আবহাওয়াবিদরা (Weather Update)।
এক নজরে বাংলার আবহাওয়া (South Bengal Weather)!
হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহান্তেই বাংলায় জাঁকিয়ে ঠাণ্ডা (Winter Update) পড়বে। বুধবার থেকেই আবহাওয়ার বড় বদল আসতে চলেছে বলে জানানো হয়েছে। আজ থেকে রাজ্যের তাপমাত্রা নামতে শুরু করবে। বাংলার নানান জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও পারদ পতন হবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের কথায়, একধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা কমে যাবে বলে। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। আগামীকাল থেকে সোমবার অবধি কোনও জেলায় বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ বিলের টাকায় ১০% ছাড়! ‘বন্ধু’ বাংলাদেশি রোগীদের জন্য বিরাট উদ্যোগ কলকাতার এই নামী হাসপাতালের
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রত্যেকটি জেলায় রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। অর্থাৎ রাতের দিকে ঠাণ্ডা কিছুটা বোঝা যাবে। তবে এখনই শীত জোরসে কামড় বসাবে না বলেই জানানো হয়েছে। অর্থাৎ হাড়কাঁপানো ঠাণ্ডার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো আজ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামীকালও শুষ্কই থাকবে উত্তরবঙ্গ। শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ কিংবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ৬টি জেলায় বর্ষণের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে।