বাংলা হান্ট ডেস্ক: কথায় বলে মাঘের ঠান্ডা বাঘের গায়ে লাগে। কথাটা যেন একদমই মিলে গিয়েছে পরিস্থিতির সাথে। মাঘ পড়তেই ঠান্ডায় কাবু মানুষজন। রোজই কমছে তাপমাত্রা। গতকাল মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে আবহাওয়ার বদলের খবর দিচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এককথায় শীত-বৃষ্টির জোড়া দাপট।
গত সপ্তাহেও বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। শীতের মাঝে বৃষ্টিতে নাজেহাল মানুষজন। এরই মধ্যে আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের। ২৫ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ২৬ জানুয়ারির পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছুটা হলেও হাড় কাঁপুনি কমবে মানুষের। বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনার রয়েছে কুয়াশার সতর্কতা।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৪ জানুয়ারি, কেরিয়ারে অগ্রগতি এই তিন রাশির
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সমতলের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গে সব জেলাতেই কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।