বাংলা হান্ট ডেস্ক: সূর্যের দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। গরমের অস্বস্থিতে সকাল বিকেল নাজেহাল মানুষজন। তবে এরই মধ্যে সুখবর। ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিতে আসছে ঝেঁপে বৃষ্টি। কিছুক্ষনেই ঝড়-বৃষ্টির তোলপাড় হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায়। ইতিমধ্যেই অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া-South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৫ তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ভিজবে কলকাতাও। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হবে কোথাও কোথাও।
বৃহস্পতিবার মূলত ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না কোথাও। শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি হবে।
আরও পড়ুন: রাতের অন্ধকারে তৃণমূলি হামলা! অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মীকে মাথা থেঁতলে খুনের চেষ্টা
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ঝড়-জলের জেরে তাপমাত্রাও কিছুটা হলেও কমবে। আগামী ২৪ ঘণ্টায় দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।
আরও পড়ুন: পুতিনের কাছ থেকে পেয়েছিলেন আমন্ত্রণ! মস্কো যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী? মিলল বড় আপডেট
এক নজরে উত্তর: উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলায় জেলায় খেল দেখাচ্ছে ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক বৃষ্টির সম্ভাবনার থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।