বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মত একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি। আজও নিস্তার নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ঝড়-বৃষ্টির তোলপাড় হতে পারে উত্তরবঙ্গেও। কতদিন জারি থাকবে এই সিলসিলা? কী বলছে আবহাওয়া দপ্তর? জানুন পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। রয়েছে নিম্নচাপও। সবমিলিয়ে ঝড়-বৃষ্টি বাড়বে।
শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা সহ সব জেলাতেই। ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।
এদিকে টানা বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সপ্তাহান্তে বাড়বে ঝড়-বৃষ্টি।
আরও পড়ুন: নীরব থেকেই “মহাবিপদ” কাটিয়ে উঠল ভারত! গর্জে উঠে চরম সঙ্কটে চিন, বড় পদক্ষেপ নিলেন ট্রাম্প
এক নজরে উত্তর: উত্তরবঙ্গে (North Bengal Weather) আজও দুর্যোগপূর্ন আবহাওয়া থাকবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে।