গরমে হাঁসফাঁস! এরই মধ্যে বর্ষা ঢোকার পাকা দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: মে মাসের গরমে গা জ্বলছে রীতিমতো। কোথাও ৪০ আবার কোথাও তাপমাত্রার গন্ডি ছাড়িয়েছে ৪২ ডিগ্রি। জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। কবে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে এই প্রশ্নই এখন সকলের মনে। এরই মধ্যে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর (Weather Update)।

ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এবার আগাম বর্ষা আসছে।

Rainfall alert in North Bengal South Bengal weather Kolkata West Bengal weather update 30th April

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

দক্ষিণবঙ্গে আপাতত গরম এবং অস্বস্তি বহাল থাকবে। আগামী দু’দিনের মধ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ ও আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর গরম থাকবে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/UeV-MKPFA-8?si=PZMkhWg6paEXWUAl

ঝড়বৃষ্টির সম্ভাবনাও দক্ষিণবঙ্গে

গরমের মধ্যেও আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়ায়। ভারী বৃষ্টি হবে না কোথাও। এরপর ১২ ও ১৩ মে বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।

আরও পড়ুন: ভরা শিয়ালদহ স্টেশনে পাকিস্তানের নামে গলা ফাটিয়ে জয়ধ্বনি! ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিল ক্ষিপ্ত জনতা

বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তালিকায় কলকাতাও। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বৃষ্টির জেরে গরম ও অস্বস্তি কিছুটা কমতে পারে বলে অনুমান। মঙ্গল-বুধবার নাগাদ বৃষ্টির হাত ধরে গরম অস্বস্তি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস। তবে তাপমাত্রা সেভাবে কমার আপাতত পূর্বাভাস নেই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X