বাংলা হান্ট ডেস্ক: গরমের দাপট বাড়ছে গোটা রাজ্যেই। শহর কলকাতায় আপাতত তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও প্রচন্ড গরমে অস্থির শহরবাসী। নগরীর তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সকাল থেকেই অস্বস্তি। বেলা বাড়লে বাইরে বেরোনোই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যদিও এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা। তাহলে বৃষ্টি কি হবে? জানুন আপডেট।
ভিজবে কলকাতা? South Bengal Weather
গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে শহরের তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের আপডেট, আপাতত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮-২৯ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই অস্বস্তিকর গরম বহাল থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকবে।
বৃষ্টি কোথায় কোথায়?
এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk
আগামীকালও ভিজবে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধবার বৃষ্টি বাড়তে পারে। বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আপাতত কয়েকদিন বৃষ্টির জেরে গরমের অস্বস্তি কিছুটা হলেও কমতে পারে। যদিও ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।