বাংলা হান্ট ডেস্ক: পয়লা বৈশাখের আগেই ঝেঁপে বৃষ্টির দক্ষিণবঙ্গে। রবিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির চলবে। একই সাথে দাপট দেখাবে দমকা ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গে জারি সতর্কতা-South Bengal Weather
আর কিছুক্ষণ। রবিবার বিকেলের পরই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের তিন জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এদিন কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উঠতে পারে ঝড়ও। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মূলত বিহার এবং বাংলাদেশের উপরে থাকা উচ্চচাপ বলয়ের জেরে বঙ্গোপসাগরের থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ ঢুকছে। এর জেরে রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে আগামী বুধবার পর্যন্ত।
তাপমাত্রা কেমন থাকবে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামীকাল সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: চাকরি বাতিল ২৬ হাজারের, এরই মধ্যে বড় ‘পদক্ষেপ’ পার্শ্ব শিক্ষকদেরও! লাটে ওঠার জোগাড় পড়াশোনা
শহর কলকাতায় রবিবার, সোমবার এবং বুধবারের জন্য ঝড়-বৃষ্টির সতর্কতা জারি। উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরের সব জেলাতেই রবিবার এবং বুধবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আপাতত বুধবার পর্যন্ত তাপমাত্রার কোনও হেরফের হবে না।
সাধারণ মানুষকে আবহাওয়া দপ্তরের পরামর্শ, বজ্রপাত এবং ঝড়বৃষ্টির সময়ে যথাসম্ভব বাড়ির ভিতরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ থাকুন।