টানা সাতদিন বৃষ্টি চলবে বাংলায়, আজ উঠবে কালবৈশাখী ঝড়ও: আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহভর ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে। দুর্যোগ পয়লা বৈশাখেও। উত্তর থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) দুই বঙ্গেই বজ্রপাত ও বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস। অর্থাৎ গরমের দাপট আপাতত উধাও হবে দক্ষিণবঙ্গ থেকে। খানিকটা স্বস্তির আবহাওয়াই বজায় থাকবে সব জেলায়।

ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে-South Bengal Weather

বেশ কিছুদিন থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়া।

সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির এবং বজ্রপাতের হলুদ সর্তকতা জারি রয়েছে। মোটামুটি সব জেলাই ভিজবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এরপর বুধবার ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। হলুদ সর্তকতা জারি করা করেছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ সপ্তাহভর জারি থাকবে বৃষ্টির সিলসিলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে মূলত বিহার এবং বাংলাদেশের উপরে থাকা উচ্চচাপ বলয়ের জেরে বঙ্গোপসাগরের থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ ঢুকছে। সবমিলিয়ে রাজ্যে বৃষ্টি চলবে।

south bengal weather

তাপমাত্রা: আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ৪-৫ দিন পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন: আজকের রাশিফল ১৪ এপ্রিল, চড়কের আবহেই ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির

এদিন উত্তরবঙ্গে (North Bengal Weather) বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের সব জেলাতেই বুধবার ফের বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X