বাংলা হান্ট ডেস্ক: আজ নববর্ষ। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ নববর্ষে বাংলার আবহাওয়া কেমন থাকবে? আজও কী ভিজবে রাজ্য? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ১৭ এপ্রিল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি।
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস জারি- South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ ও বিহারের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। যার ফলে গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তবে আজ মঙ্গলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
আজ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আগামীকাল বাড়বে বর্ষণ। শুক্রবার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড় হতে পারে। বৃহস্পতিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
চলতি সপ্তাহে কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ও উঠতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। শুক্রবারপর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট।
আরও পড়ুন: ভেঙে দু টুকরো বচ্চন পরিবার, অভিষেক-ঐশ্বর্যর পর এবার বিচ্ছেদের পথে অমিতাভ-জয়া?
উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। উত্তরের সব জেলাতেই বুধবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।