বাংলা হান্ট ডেস্ক: নববর্ষেও বৃষ্টির ভ্রূকুটি। পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা বাংলার বহু জেলায়। ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather), উত্তরেও মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গা ভিজতে পারে।
দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষণ, আজ কালবৈশাখীও! (South Bengal Weather)
দক্ষিণবঙ্গের ছয়টি জেলার বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। এরপর বুধবার বাড়বে বৃষ্টি। আপাতত ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস জারি।
বৃহস্পতিবারে কমবে বৃষ্টির দাপট। ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর শুধুমাত্র এই কয়েক জেলায়। বুধবারে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আপাতত টানা চারদিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে। আলিপুরআবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ও বিহারের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে বাড়ছে বৃষ্টি।
আরও পড়ুন: সুপ্রিম-রায়ে গিয়েছে চাকরি, শুনতে হয় চোর কটাক্ষ! চাপে এবার বড় ‘পদক্ষেপ’ ‘অযোগ্য’দের
উত্তরবঙ্গ (North Bengal Weather) মোটের উপর শুকনো থাকবে নববর্ষে। তবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে সতর্কতা। এই সব জেলার কিছু অংশে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।