বাংলা হান্ট ডেস্ক: মার্চেই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কলকাতা সহ একাধিক জেলায় হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বুধবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গে পাল্টি খাবে আবহাওয়া-South Bengal Weather
এদিকে উর্দ্ধমুখী তাপমাত্রার মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। আগামী ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস মত তাপমাত্রা বেশি থাকবে। অর্থাৎ ভ্যাপসা গরম আপাতত থাকছেই। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান,পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া ও পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনের বেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না আপাতত।
আরও পড়ুন: “আর মানা যাচ্ছে না”, হারিয়েছে পুরনো ম্যাজিক, জি বাংলার সিরিয়াল বন্ধের দাবি দর্শক মহলে!
উত্তরবঙ্গ (North Bengal Weather) আজও ভিজবে। ১৬ মার্চ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে নতুন সপ্তাহে।