বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের জেরে ভিজছে গোটা রাজ্য। এদিনও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে। বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে দুর্যোগ কতদিন? South Bengal Weather
এদিন কালবৈশাখীর পূর্বাভাসও জারি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতাতে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি। রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।
আরও পড়ুন: ‘আবার প্রশ্ন বিক্রি করে ৫০০ কোটি তুলবে’, নতুন নিয়োগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতেও। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে। মোটামুটি স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত মনোরম আবহাওয়া বিরাজ করবে।