বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আজও তাপপ্রবাহের সতর্কতা-South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৯ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায়। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সাথে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা।
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপমাত্রা সামান্য নামতে পারে। তবে আপাততকলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন-চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: এক ফুল “তিন” মালি! একমাত্র নায়ককে নিয়ে টানাটানি নায়িকাদের, “ধুন্ধুমার” কাণ্ড TRP টপার মেগায়
উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস মত বাড়তে পারে। উত্তরের কোনো কোনো জেলায় ৩৭-৩৮ ডিগ্রির পাশাপাশি পৌঁছে যেতে পারে তাপমাত্রা।