বাংলা হান্ট ডেস্ক: সক্রিয় নিম্নচাপ। শুক্রে কালবৈশাখীর পূর্বাভাস জারি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি।
দক্ষিণবঙ্গে আজ উঠবে ঝড় | South Bengal Weather
রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় আজ বাড়তে পারে বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তারপর আবহাওয়ার উন্নতি হবে। আগামী বুধবার থেকে কামব্যাক করতে পারে গরম।
এদিন হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা কমেছে গোটা বঙ্গেই। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বুধবার থেকে ফের তাপমাত্রার পারদ চড়বে। বাড়বে অস্বস্তি। তার আগে মনোরম আবহাওয়া থাকবে রাজ্যে।
আরও পড়ুন: গ্রেফতারি বেড়ে ৩, মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় সিটের কব্জায় মাস্টারমাইন্ড ইনজামুল
উত্তরবঙ্গের আবহাওয়া : শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ উত্তরবঙ্গের (North Bengal Weather) অধিকাংশ জেলায়। বৃষ্টিও হচ্ছে। এদিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত ভিজবে উত্তরবঙ্গও। সোমবারের পর বৃষ্টি কমবে। উঠবে তাপমাত্রা।