বাংলা হান্ট ডেস্ক: শুক্রবারও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। কিন্তু তারপর থেকেই আবহাওয়ার পরিবর্তন। সোমবার থেকে ফের পারদ চড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। একধাক্কায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
দক্ষিণবঙ্গে স্বস্তি বেশি দিনের নয়! South Bengal Weather
রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। ঝড়ের সম্ভাবনাও রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এরপর শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় ঝড়-জলের সম্ভাবনা। এ ছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/g08tN5xcA24?si=cVlJsjkPKMVeaazE
শনির পর রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তার পর থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বেশ কিছুটা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত সপ্তাহের শেষ থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টি হচ্ছে। যদি তা আর বেশিদিন নয়।
আরও পড়ুন: মুসলিমদের বিরুদ্ধে খুলেছিলেন মুখ! ভারতে ইউটিউব চ্যানেল “ব্লকড” হতেই গর্জে উঠলেন বাংলাদেশি ব্লগার
এক নজরে উত্তরবঙ্গ: রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal Weather)। শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত। নতুন সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে।