বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। দিনের বেলায় টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে মার্চ মাসেই। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। এরই মধ্যে এল স্বস্তির খবর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উঠতে পারে কালবৈশাখীও।
দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় সতর্কতা-South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে ঝড়-বৃষ্টি। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। পাশাপাশি সাজ বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণবঙ্গের কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার এই সবের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আপাতত দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আজ কোথায় কোথায় কালবৈশাখী?
বৃহস্পতিবার কালবৈশাখীর দাপট চলতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। প্রবল দমকা হাওয়া বইবে। সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপমাত্রা সামান্য নামতে পারে। তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: এই অভিনেত্রীই সায়ন্তর চতুর্থ “শিকার”! ভাইরাল ভিডিওতে বিতর্ক বাড়তেই বিষ্ফোরক নায়িকা
উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। তাপমাত্রা আগামী কয়েক দিনে বেশ কিছুটা কমতে পারে।