বাংলা হান্ট ডেস্ক: রবিতেও বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। তবে কমবে দাপট। এদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এর মধ্যে বিকেলের দিকে কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। সবমিলিয়ে ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? কোথায় কোথায় দুর্যোগ? জানুন সম্পূর্ণ পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট | South Bengal Weather
বেশ কিছুদিন ধরে টানা ভিজছে রাজ্য। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। রবিবার ছুটির দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে এদিন বৃষ্টি হলেও আগের থেকে দাপট কমবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আজ মূলত বজ্রপাত-সহ বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এরপর সোমবার আরও কমবে বৃষ্টি। আগামীকাল বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদে। বাকি শুকনো থাকবে আবহাওয়া।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপ অক্ষরেখা ও বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টি চলছে একাধিক জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার পর্যন্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। বুধবার থেকে ঝড়-বৃষ্টির প্রকোপ কমবে। তারপরই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সঙ্গে ফিরবে অস্বস্তিকর গরম।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নেতার হত্যার পর বিরাট অ্যাকশন আমেরিকার! সতর্কতা জারি করে লাগু হল নিষেধাজ্ঞা
এক নজরে উত্তর: উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির চলছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে। আজ মূলত ভিজতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।