বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই হাওয়া বদল হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে ৬ জেলায়। আপাতত সোমবার পর্যন্ত আবহাওয়া একই রকমই থাকবে। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় আজ ঝড়-বৃষ্টি (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে কোথাও কোথাও। উঠতে পারে কালবৈশাখী ঝড়ও। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে।
আজ কালবৈশাখী ঝড় উঠতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি। হতে পারে শিলাবৃষ্টিও। টানা ঝড়-বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফিরবে স্বস্তি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। ওদিকে কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই সব কিছুর মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে।
সোমবার পর্যন্ত কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: বড় ঝটকা ‘জগদ্ধাত্রী’তে, রাতারাতি সিরিয়াল ছাড়লেন এই গুরুত্বপূর্ণ ব্যক্তি! কী প্রভাব পড়বে TRP-তে?
উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ ফের বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আপাতত।