বাংলা হান্ট ডেস্ক: বৈশাখের আগেই খেল দেখাতে শুরু করেছে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড় ও বৃষ্টি হয়েছে গতকাল। আজও সেই পূর্বাভাস জারি রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ গোটা দক্ষিণবঙ্গেই প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির পাশাপাশি উঠবে কালবৈশাখী ঝড়ও।
দক্ষিণবঙ্গে দুর্যোগ-South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড় উঠতে পারে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত আকাশ ভালো হওয়ার সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া।
শুক্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে কোথাও কোথাও। অধিক সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সবের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির ডবল ডোজ।
আরও পড়ুন: কিসের ইগো? জবাব চেয়েছিলেন বিচারপতি! হাইকোর্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই যা হল…
উত্তরবঙ্গে (North Bengal Weather) ফের বদলাবে আবহাওয়া। বৃষ্টি বাড়বে যার জেরে কমবে তাপমাত্রা। সপ্তাহের শেষে প্রায় চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাই ভিজতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।