ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! কমলা সতর্কতা জারি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: মুখভার আকাশের। রাজ্যের একাধিক জেলায় গত দু’দিন ধরে ঝড়-বৃষ্টি চলছে। আজও সেই সিলসিলা জারি থাকবে। কালবৈশাখীও দাপট দেখাতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। এদিকে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে আজও দুর্যোগ! South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ গোটা দক্ষিণবঙ্গেই আজ দুর্যোগের আশঙ্কা। ঝোড়ো হাওয়ার জেরে আজ উত্তাল থাকতে পারে সমুদ্র। যার জেরে সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্যে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সব কিছুর মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আজ ঝড়ের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আকাশ ভালো হওয়ার সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া। তারপর আবহাওয়ার পরিবর্তন হবে।

South Bengal Weather

আরও পড়ুন: সদ্য ছুঁয়েছে ১০০০ পর্বের মাইলফলক, এর মাঝেই “জোড়া” দুঃসংবাদ এই জনপ্রিয় সিরিয়াল নিয়ে!

উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল জারি থাকবে হলুদ সতর্কতা। যার জেরে প্রায় চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর