রেডি রাখুন ছাতা! দু’ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি এই সব জেলায়, বিকেলে উঠবে ঝড়, হবে শিলাবৃষ্টি

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে আকাশ কালো। বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকেলের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে মূলত কলকাতা-সহ রাজ্যের ৮ জেলায় ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে দুর্যোগ আর কতদিন? South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না।

কলকাতায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিতে ঝড়ের কমলা সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা।

ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্যোগের জেরে আজ উত্তাল থাকতে পারে সমুদ্র। যার কারণে সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত একই রকম থাকবে পরিস্থিতি। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

South Bengal Weather

আরও পড়ুন: ‘বাড়ি থেকে বের করে মারব’, ‘চমকে দিলে প্রস্রাব করে ফেলবে’, দেদার হুঁশিয়ারি দিলীপ ঘোষের

উত্তরবঙ্গেও আজ মেঘলা আকাশ। সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সাথেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির হতে পারে মালদহ, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর