বাংলা হান্ট ডেস্ক: লাফিয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গত সপ্তাহে ঝড়-বৃষ্টির পর এবার গরম মেজাজে আবহাওয়া। নতুন সপ্তাহেই আবহাওয়ার ইউ টার্ন। গ্রীষ্মের দাবদাহে হাসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়বে তাপমাত্রা | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। সামান্য ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, ঝাড়গ্রাম। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। এরই সাথে তাপমাত্রা বাড়বে।
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে রাজ্যে। তবে সেই জলীয় বাষ্পের বৃষ্টি ঝরানোর ক্ষমতা না থাকায় আপাতত বৃষ্টি হবে না। জলীয় বাষ্পর জেরে আদ্রতাজনিত অস্বস্তি সমানে বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে।
বুধবার থেকে একধাক্কায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস। ফলে অস্বস্তিকর গরম বাড়বে। এক ধাক্কায় তাপমাত্রার বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই গরমের অনুভূতিও ফের বাড়বে। আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যেই। খুব শীঘ্রই শহরে অসহনীয় গরমের ফিল হতে পারে।
আরও পড়ুন: ২৪ ঘন্টা পার! আচার্য ভবন ঘেরাও করে রাস্তায় বসে শিক্ষকরা, মীনাক্ষী যেতেই উঠল “গো ব্যাক” স্লোগান
উত্তরবঙ্গে (North Bengal Weather) অবশ্য ভিন্ন ওয়েদার। বৃষ্টি চলছে জেলায় জেলায়। এদিনও সকাল থেকে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়ারও পূর্বাভাসও রয়েছে চলতি সপ্তাহে।