বাংলা হান্ট ডেস্ক: ফের দহনজ্বালা ফিরল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গত দু’দিনে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই জ্বালাপোড়া থেকে মুক্তি নেই। উপরন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টি কী হবে? রইল ওয়েদার আপডেট (Weather Update)।
গরমের মধ্যে আজ বৃষ্টি একাধিক জেলায় South Bengal Weather
গত সপ্তাহে ঝড়-বৃষ্টির পর এবার বাড়বে গরম। আবহাওয়া অফিস জানাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। এর মধ্যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। সবমিলিয়ে হাসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তবে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে। এদিকে বুধবার থেকে একধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে রাজ্যে। তবে সেই জলীয় বাষ্পের বৃষ্টি ঝরানোর ক্ষমতা নেই। তবে জলীয় বাষ্পর জেরে আদ্রতাজনিত অস্বস্তি সমানে বাড়বে। সবমিলিয়ে গরমে ভোগান্তি বাড়বে। বিকেলের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, ঝাড়গ্রাম। তবে তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
আরও পড়ুন:অযোগ্যদের বহিষ্কার করতে হবে! এবার হাইকোর্টে যাচ্ছেন যোগ্যরা! বড় কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের
উত্তরবঙ্গে (North Bengal Weather) মেঘলা আকাশ। মঙ্গলবার কোচবিহার সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধেও ভিজতে পারে উত্তরবঙ্গ। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা। দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।