বাংলা হান্ট ডেস্ক: ফের বঙ্গে শীতের আমেজ। রবিবার ছুটির দিনে একধাক্কায় প্রায় সাত ডিগ্রি কমে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাতেও বিরাট পতন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঝড়-বৃষ্টির জেরে আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা এমনই থাকবে। তার পর আবার কামব্যাক করবে গরম।
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি শুরু চলছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও সেই সিলসিলা জারি থাকবে। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বিকেলে উঠতে পারে কালবৈশাখী (South Bengal Weather) ঝড়ও।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি কবে? South Bengal Weather
আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে। ২৪ মার্চ অর্থাৎ আগামীকাল পর্যন্ত চলবে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তারপর শুক্রবার পর্যন্ত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর তাপমাত্রা একই রকম থাকবে ২৪ ঘণ্টায়। তারপর বৃহস্পতিবার থেকে এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন: ‘গলা টিপে’ দেওয়ার পাল্টা ‘মুখ ফাটিয়ে’ দেওয়া! দিলীপকে চরম হুঁশিয়ারি প্রাক্তন TMC সাংসদের
সকাল থেকে মেঘলা আকাশ। উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। আজ মোটামুটি সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টিও হতে পারে কয়েক জায়গায়। আগামীকাল থেকে আবহায়ার উন্নতি উত্তরে।