দক্ষিণবঙ্গে আবহাওয়ার ইউ টার্ন! ২৪ ঘণ্টায় বিরাট বদল, এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক: মার্চে মুড বিগড়েছে আবহাওয়ার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আজও রেহাই নেই। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। তাহলে কোথায় কোথায় বর্ষণ? আবহাওয়ার উন্নতি কবে? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।

দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়ার উন্নতি- South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টি হবে না কোথাও। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া।

আজ দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই সব জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বিকেলের পর থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। মঙ্গলবার থেকে ফের স্বমহিমায় ফিরবে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে, ২৪ মার্চ পর্যন্ত চলবে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তারপর শুক্রবার পর্যন্ত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এদিকে আজ দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর তাপমাত্রা একই রকম থাকবে পরবর্তী ২৪ ঘণ্টায়। তারপর বৃহস্পতিবার থেকে এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।

South Bengal Weather

আরও পড়ুন: ভারতের খ্যাতনামা শিল্পপতি, কিন্তু বলিউডে চলেনি ভাগ্য, মুখ থুবড়ে পড়েছিল রতন টাটার প্রযোজিত ছবি!

উত্তরবঙ্গেও (North Bengal Weather) বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে। আজ থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। মোটামুটি সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও হতে পারে। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে অনেকটাই নেমেছে তাপমাত্রা। ফের পারদ চড়বে নতুন সপ্তাহেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর