বাংলা হান্ট ডেস্ক: টানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা (Weather Update) বেশ কিছুটা কমছে দুই বঙ্গেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনো হেরফের হবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে বুধবার থেকে আবহাওয়ার বড় বদল। গরম বাড়বে ফের। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়া-South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ এক ধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। কাল থেকে চড়বে পারদ। সপ্তাহান্তে অনেকটাই তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। মার্চের শুরু থেকে গরমের ফিল আরও বাড়বে। অর্থাৎ এবারের মত শীতের পাকাপাকি বিদায়। দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচদিন বৃষ্টির কোনো সম্ভাবনা আর নেই। আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া বিরাজ করবে। সকালের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। বসন্তের ঝলমলে আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: “টপার” মেগায় দুর্ধর্ষ ভিলেন, লম্বা বিরতি শেষে জি বাংলার আসন্ন সিরিয়ালে “ধামাকা” এন্ট্রি নায়িকার
ওদিকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ। কুয়াশার প্রভাবও লক্ষ্য করা যাবে কিছু জেলায়।