বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গ (South Bengal Weather) নিয়ে সুখবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। জ্বালাপোড়া থেকে শীঘ্রই মিলবে স্বস্তি। আজ শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উইকেন্ডে তুমুল পরিবর্তন হবে আবহাওয়ার। টানা ঝড়-বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভিজবে কলকাতাও? দেখুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টি | South Bengal Weather
এপ্রিলের শেষে খেল দেখাচ্ছে আবহাওয়া। সকাল থেকে শুরু সূর্যের দাপট। রাতেও স্বস্তি কই! আবহাওয়া অফিস জানাচ্ছে, ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। টানা কিছুদিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ফলে গরম অস্বস্তি থেকে সাময়িক রেহাই মিলবে?
আরও পড়ুন:অরিজিতের পর এবার আরিয়ান, পহেলগাঁও হামলার জেরে বড় সিদ্ধান্ত শাহরুখ-পুত্রের
কোথায় কোথায় বৃষ্টি? হাওয়া অফিস জানাচ্ছে, ২৬ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।
এরপর আগামীকাল দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৮ এবং ২৯ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাততের সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ শনিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। ভ্যাপসা গরমের মধ্যে ভিজতে পারে কলকাতাও (Kolkata)। টানা ঝড় জলের জেরে তাপমাত্রাও কমবে দক্ষিণবঙ্গে। ফলে স্বস্তি কিছুটা মিলবে।
ভিডিও দেখুন: https://youtu.be/nDcHy4RHyac?si=7NJnf1LK3ZSgG1n9
এক নজরে উত্তর (North Bengal Weather): উত্তরবঙ্গে তাপমাত্রা বেড়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি উপরের দিকে জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত।