বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির আর সম্ভাবনা নেই। এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে গোটা রাজ্যেই। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে।
দক্ষিণবঙ্গে ফের কবে বৃষ্টি? (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না।শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।
চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশই থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের উপরে থাকবে।
উত্তরবঙ্গে আজ ও আগামীকাল শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার বাড়বে বৃষ্টি। এদিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়িতে।
আরও পড়ুন: বিজেতা হওয়ার দৌড়ে এগিয়ে, ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগী মানসীর আসল পরিচয় জানেন?
যদিও বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের (North Bengal Weather) কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর রবিবার ও সোমবার শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর পরবর্তী দু’তিনদিন একই রকম থাকবে আবহাওয়া।