বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। গরমের তাপে অসহ্য জ্বালাপোড়া, সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা। তবে এই গরমে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হবে। অর্থাৎ শীঘ্রই মিলবে স্বস্তি। তাপমাত্রাও কমবে দক্ষিণবঙ্গে।
রবি থেকে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather
হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। টানা কয়েকদিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তার আগে শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের মালদাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির আশেপাশে থাকবে।
রবিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে উঠতে পারে ঝড়। আগামীকাল দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাই ভিজতে পারে হালকা।
ভিডিও দেখুন: https://youtu.be/yQEg3zYeV1M?si=SFZddhIIRGuLu8rt
২৮ এবং ২৯ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। ৩০ তারিখও থাকছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘হয় জল বইবে নইলে ভারতীয়দের রক্ত..,’ সিন্ধু চুক্তি স্থগিত হতেই ভ্যাবাচাকা পাকিস্তান! শুরু হুমকি
এক নজরে উত্তর (North Bengal Weather): উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই চার জেলায়। ঝড়ের সম্ভাবনাও রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।