ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ? আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় বাড়ছে অস্বস্তি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলির সূর্যের দাপট আরও বাড়বে। সব মিলিয়ে ভোগান্তি বাড়বে দক্ষিণবঙ্গবাসীর।

দক্ষিণবঙ্গে চড়বে পারদ (South Bengal Weather)

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না আগামীকাল।

শহর কলকাতাতেও এবার চড়বে পারদ। চলতি সপ্তাহে কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে শহরে। তবে দিনের বেলায় সূর্যের তেজে গরমের অনুভূতি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের উপরে থাকবে চলতি সপ্তাহে।

south bengal weather 14

আরও পড়ুন: ‘ইফতার করলে সরস্বতী পুজো কেন আটকানো হয়?’ যাদবপুর নিয়ে এবার বড় প্রশ্ন তুলে দিলেন সুকান্ত

দক্ষিণবঙ্গ আপাতত শুষ্ক থেকেও উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। আজ শুকনো থাকবে আবহাওয়া। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার। শুক্রে দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর