বাংলা হান্ট ডেস্ক: রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা সোমেও। এদিনও ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা, পুর্বাভাস হাওয়া অফিসের। শনিবার থেকে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে। সোমবার বিকেলের পর থেকে আকাশ কালো করে দক্ষিণবঙ্গে ঝেঁপে আসতে পারে বৃষ্টি।
এক নজরে দক্ষিণবঙ্গ | South Bengal Weather
সোমবার থেকে টানা ভিজবে দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টির অধিক সম্ভাবনা হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দুই বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ২৮ এপ্রিল মূলত ভিজতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
এরপর মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি আবহাওয়া দফতর। আজ থেকে টানা চারদিন বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।
টানা বৃষ্টির জেরে আগামী তিন চারদিন অনেকটাই তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে সাধারণ মানুষ। সোমবার কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: অস্ত্র হাতে দাঁড়িয়ে “বন্ধু”, “পাকিস্তান ভাইয়া”-র সাথে ফেসবুকে ছবি পোস্ট করতেই আটক কৃষ্ণনগরের যুবক
উত্তরবঙ্গেও (North Bengal Weather) টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।