১২টার পর থেকেই খেলা শুরু! আমূল বদলে যাবে আবহাওয়া, ৪ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি

বাংলা হান্ট ডেস্ক: মার্চেই ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়ছে দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনি ও রবিবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরও বাড়বে গরম। আগামী ২ দিনে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। তবে স্বস্তির বিষয় আজই ভিজতে পারে উত্তরবঙ্গের ৪ জেলা।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি-South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে উইকেন্ডে বাড়বে অস্বস্তি। উত্তর ভিজলেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update)। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের উপরে। স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপাতত কলকাতা সহ সব জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস। দু’দিনে পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা।

South Bengal Weather

আবহাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। তার পরের দু’দিনে খুব একটা তাপমাত্রার হেরফের হবে না। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদিও কোনো সতর্কতা জারি নেই।

South Bengal Weather

এছাড়া তীব্র গরমের দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান, কলকাতায়। বেলা ১২টার পর থেকে বদলে যাবে পরিস্থিতি। গরম বাড়ার শুরু করবে। ১২ টা থেকে বেলা ৩টে পর্যন্ত শুষ্ক উষ্ণ লু-এর মতো হলকা হাওয়া বইবে।

South Bengal Weather

আরও পড়ুন: আদালত সাজা ঘোষণা করার এক ঘণ্টা পরই জামিন পেয়ে গেলেন এই হেভিওয়েট TMC নেত্রী! তোলপাড় রাজ্য

উত্তরেও তাপমাত্রা বাড়ছে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X